বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

ঢাকাসহ চার বিভাগের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অনেক এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, দেশে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, আগামী দুইদিন সামান্য পরিবর্তন হতে পারে। আগামী ৫ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৮ মি.মি.।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এক নজরে আগামী ৬ ঘণ্টা ঢাকার আবহাওয়ার পূর্বাভাস : আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্বা/উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশের নদ-নদীর অবস্থা : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে যমুনা নদীর পানি কমছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং যমুনা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।
এদিকে গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে ও পদ্মা নদীর পানি হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
একে/এইচকে