ঢামেকে ওসিসি পরিদর্শনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটে তিনি ঢামেক হাসপাতালের ওসিসি পরিদর্শন করেন। এ সময় তিনি ওসিসি সভা কক্ষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম এবং ওসিসিতে কর্মরতদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি ওসিসিতে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন। তবে ওসিসি পরিদর্শনের বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, আপনারা জানেন ওসিসি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রতিমন্ত্রী তাদের বার্ষিক পরিদর্শনে আজকে ঢামেক হাসপাতালের ওসিসিতে আসেন। তিনি দুপুর ১২টার দিকে ওসিসি পরিদর্শন শেষে চলে যান।
এসএএ/ওএফ