সাম্প্রদায়িক হামলার দোষীদের শাস্তি দাবি

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুহৃদ বাংলাদেশ। একইসঙ্গে সংগঠনটি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সুহৃদ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বিনয় কৃষ্ণ পোদ্দার বলেন, বিচারহীনতার কারণেই বার বার এসব নির্যাতনের ঘটনা ঘটছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচার করতে হবে। ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি। স্বাধীনতার ৫০ বছর পর সেই পৈশাচিকতা দেখার জন্য কী আমরা যুদ্ধ করেছিলাম?
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, স্বাধীনতার পক্ষের সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সুহৃদ বাংলাদেশের উপদেষ্টা শ্রী রমেশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক ডা. সুশংকর কুমার মন্ডল, ঢাকা মহানগর কমিটির সভাপতি এড. এস কে শিকদার, সাধারণ সম্পাদক শ্রী সাধন চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার পাল প্রমুখ।
এমএইচএন/এমএইচএস