মাদক কারবারির অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবক

রাজধানীর রামপুরা থানার বউবাজার এলাকায় আলমগীর হোসেন (২৮) নামে যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৯টায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
উদ্ধার করে নিয়ে আসা আহতের বন্ধু শরিফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, লিমন নামে এক মাদক ব্যবসায়ী কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পান। আলমগীরের উকিল শ্বশুর লিমনকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। আলমগীর পুলিশের সোর্স হিসেবে কাজ করে। শুক্রবার রাতে তাকে একা পেয়ে লিমন দুই পায়ের রগ কেটে দেয়।
তিনি আরও বলেন, চিকিৎসক জানিয়েছেন আলমগীরের অবস্থা ভালো নয়। শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে।কয়েক ব্যাগ রক্ত লাগবে। পরে তাকে হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান ঢাকা পোস্টকে বলেন, রামপুরা থেকে কুপিয়ে জখম হওয়া এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়। আমরা রামপুরা থানাকে বিষয়টি জানিয়েছি।
এসএএ/এসকেডি