দীপাবলিতে রাষ্ট্রদূত মিলারের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলির দিনে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাষ্ট্রদূত মিলার এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন।
দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মিলার টুইটে লিখেছেন, শুভ দীপাবলিতে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সকল মতের মানুষের চিন্তা, ধর্মের স্বাধীনতা, নিরাপদে উপাসনা ও উদযাপনের অধিকারের পাশে রয়েছে।
দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উৎসব আজ।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালীপূজা বা শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাস মহামারির দুর্যোগ মাথায় নিয়েই স্বাস্থ্যবিধি মেনে এবারও দেশজুড়ে এ পূজা উদযাপন করা হবে।
শাস্ত্র মতে, কালী দেবী দুর্গারই আরেকটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে ‘শ্যামা’, ‘আদ্য মা’, ‘তারা মা’, ‘চামুন্ডি’, ‘ভদ্রকালী’, ‘দেবী মহামায়া’সহ বিভিন্ন নামে পরিচিত।
এনআই/এমএইচএস