নামাজ শেষে ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঢাকার কেরানীগঞ্জের মেকাইল এলাকায় যোহরের নামাজ শেষে ফেরার পথে গাড়ির ধাক্কায় হাজী মো. ইব্রাহিম মোল্লা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে খলিলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা যোহরের নামাজ আদায় করতে বাড়ির পাশের মসজিদে যান। নামাজ শেষে তিনি বাসায় ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে মুসল্লিরা ফোন দিলে দ্রুত বাবাকে ঢামেক হাসপাতালে এলেও বাঁচাতে পারলাম না।
তিনি বলেন, কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে সেটা এখনও জানতে পারিনি। আমরা কেরানীগঞ্জ থানার মেকাইল এলাকায় থাকি। আমার দাদার নাম মৃত ইসরাফিল মোল্লা।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসএএ/ওএফ