চট্টগ্রামে আগুনে পুড়ল জুট গুদাম-গাড়ির গ্যারেজ

চট্টগ্রাম নগরের বন্দর থানার সাগরিকা এলাকায় খোলা অবস্থায় থাকা একটি জুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুনে জুট গুদামের পাশে থাকা একটি গ্যারেজের ৬টি প্রাইভেটকার ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে বন্দরের দুই নম্বর গেইট সংলগ্ন ওই জুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টার পর সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পরিদর্শক বাহার উদ্দিন জানান, বন্দরের দুই নম্বর গেইটের পাশে খোলা অবস্থায় ছিলো জুট গুদামটি। এর পাশে একটি গাড়ির গ্যারেজ ও চায়ের দোকান থাকায় আগুনে ৬টি প্রাইভেটকার ও চায়ের দোকানটি পুড়ে যায়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ ঢাকা পোস্টকে বলেন, আগুনে নিয়ন্ত্রণে আনার পর ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা গেছে। তবে যে ৬টি প্রাইভেটকার পুড়ে গেছে, এগুলো পুরাতন ছিলো বলে জানতে পেরেছি। তদন্তের পরই আগুন লাগার কারণ জানা যাবে।
তিনি বলেন, বন্দর দুই নম্বর গেইটের পাশের এলাকায় যেখানে সেখানে মালামাল, দোকান ও গুদাম তৈরি করা হয়েছে। আবার কিছু কিছু গুদাম খোলা অবস্থায়ও থাকে। ধারণা করা যাচ্ছে ওই খোলা জুট গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
চট্টগ্রাম/এমএইচএস