ফের বাসা-ভাড়াটিয়ার তথ্য নেবে ডিএমপি

অপরাধ দমনে ও অপরাধীদের গ্রেপ্তারে সব বাসা-বাড়ির তথ্য হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, সম্প্রতি ঢাকায় রাতে বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন সম্পত্তি-অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে আনতে গত ১৬ জানুয়ারি থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
এ কে এম হাফিজ আক্তার বলেন, ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন রাজধানীর বাসা-বাড়ি ও ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করার। আমরা খুব দ্রুতই এই হালনাগাদের কাজ শুরু করব। আমাদের পুলিশ সদস্যরা প্রতিটি বাসা-বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
ডিএমপি’র এ অতিরিক্ত কমিশনার বলেন, রাজধানীতে শুধু ছিনতাই জাতীয় অপরাধ হয় না, বিভিন্ন ধরনের অপরাধ হয়। এই বিষয়ে টহল টিম বাড়ানো হয়েছে। আমাদের প্রতিটি থানায় এখন ২৫/৩০ জন সাব-ইন্সপেক্টর দেওয়া হয়েছে।
পুরান ঢাকার সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে এরফান সেলিম সামরিক এক কর্মকর্তাকে মারধরের মামলা তদন্ত করছে ডিবি পুলিশ। ওই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, খুব শিগরিরই বিষয়টি নিষ্পত্তি হবে।
নিষ্পত্তি বলতে চার্জশিট হচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, চার্জশিট দিচ্ছি নাকি মামলায় অন্যকিছু ঘটছে তা সময় হলে জানতে পারবেন।
গত ২১ জানুয়ারি অপর এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা প্রধান হাফিজ আক্তার বলেন, রাজধানীর অনেক বাসা-বাড়িতে গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে বাসা-বাড়িতে নতুন কাজের বুয়া, মালি কিংবা দারোয়ান নিয়োগ করা হলেও তা নিকটস্থ থানায় জানাতে হবে।
হাফিজ আক্তার বলেন, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন ধরনের অপরাধ বাড়ায় ডিএমপি তৎপরতা বাড়িয়েছে। এ লক্ষ্যে ডিএমপি’র ৩২টি টিম একযোগে অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, অনেকেই আছেন, অপকর্মের ঘটনা ঘটলেও থানায় জানান না। এক্ষেত্রে নিজের পাশাপাশি নগরের অন্য বাসিন্দার নিরাপত্তাও বিঘ্নিত হয়। তাই অনুরোধ যেকোনো ধরনের অপকর্মের ঘটনা ঘটলে যেন সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়।
জেইউ/জেডএস