কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীর (৭০) মৃত্যু হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) রাত ৯টায় তাকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান তিনি আগেই মারা গেছেন।
কারাগার থেকে নিয়ে আসা কারারক্ষী আমান উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আসামি ইউসুফ আলী আগে থেকেই অসুস্থ ছিলেন। আজ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আরও জানান, আসামি ইউসুফ আলী ১০ বছরের সাজা ভোগ করছিলেন। তবে কি মামলায় তিনি সাজাপ্রাপ্ত সে বিষয়টি জানা নেই। তার পিতার নাম মৃত হামেদ আলী।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কারাগার থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এসএএ/জেডএস