বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বীর মুক্তিযোদ্ধা এবং ৭০ ও ৮০’র দশকে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে ভূমিকা পালনকারী রবিউল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে জেলা কমপ্লেক্স ভবনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এতে আবেগঘন স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা রাজশাহী মহানগরের সাবেক কমান্ডার ডা. এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জিনাতুন নেসা তালুকদারসহ রবিউল ইসলামের সহযোদ্ধারা। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এবং রাজশাহী লেখক পরিষদ ও কবি কুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। এতে দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা অংশ নেন।
অনুষ্ঠানে জাতীয় চার নেতার এক শহীদ নেতা কামারুজ্জামানের সন্তান ও সিটি মেয়র খায়রুজ্জামান বলেন, রবিউল ইসলাম ছিলেন ন্যায়-নীতিবান অকুতোভয় এক বীর সৈনিক। তার মত প্রকৃত মুক্তিযোদ্ধারা নীতি নৈতিকভাবে কখনোই পথভ্রষ্ট হননি বলেই আজ তারা স্মরণীয়। এদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে স্বেচ্ছায় রবিউল ইসলামকে জাতি সারাজীবনই স্মরণে রাখবে।
এর আগে সকালে মরহুমের কবর জিয়ারত, কোরআন খানি ও দোয়ার আয়োজন করেন পরিবারের সদস্যরা।
এসএসএইচ
