সাংবাদিক রাজিবের মায়ের মৃত্যুতে বিএসআরএফের শোক

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য ও দৈনিক দেশ রুপান্তরের সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রাজিবের মা জয়নব বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক মোসকায়েত মাশরেক স্বাক্ষরিত এক বার্তায় এ শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, আশরাফুল হক রাজিবের মায়ের মৃত্যুতে বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিএসআরএফ নেতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আশরাফুল হক রাজিবের মা জয়নব বেগম মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ বাদ আসর গাজীপুরের কালিগঞ্জে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।
এসএইচআর/এমএইচএস