৯৯৯-এর কল্যাণে মায়ের কোলে ফিরল প্রতিবন্ধী শিশু

পথ হারিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছিল এক শিশু। এমন সময় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানান এক পথচারী। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
সোমবার (২৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কেউঢালা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় জরুরি সেবার পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার সাত্তার ঢাকা পোস্ট-কে জানান, রাতে ৯৯৯ এ একজন পথচারী ফোন করেন। ওই ব্যক্তি জানান, সেখানে এক প্রতিবন্ধী শিশু পথ হারিয়ে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করছে।
শিশুটি ঠিক মতো তার ঠিকানা বলতে পারছে না। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে সোনারগাঁও থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে সোনারগাঁও থানার একটি টহল টিম ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলে গেলে পুলিশের কাছে শিশুটি নিজেকে ক্ষুধার্ত বলে জানায়। পরে শিশুটিকে একটি রেস্টুরেন্টে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করায় পুলিশ। স্বাভাবিক হলে কথা বলে শিশুটি।
সে জানায় তার নাম শুভ, বয়স ১৪। তার বাসার ঠিকানা বাবুপাড়া। এছাড়া আর কিছুই সে বলতে পারেনি।
ইন্সপেক্টর সাত্তার বলেন, এ তথ্যের ওপর ভিত্তি করে শিশুটিকে নিয়ে বন্দর থানাধীন বাবুপাড়া চলে যায় সোনারগাঁও থানার টহল দল। সেখানে গিয়ে লোকজন ও বিভিন্ন দোকানে খোঁজ নিতে নিতে অবশেষে শিশুটির বাসার ঠিকানা পাওয়া যায়। পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির বাবা শ্যামল চন্দ্র (৫২) একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
এ সময় তিনি ছেলেকে ফিরে পেয়ে ৯৯৯ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এআর/এফআর