শহর ঢাকা স্নান করল শীত-বৃষ্টিতে

কয়েকদিন ধরেই বাতাসে শীতল অনুভূতি। শীত আসি আসি সময়ে শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি নামছে রাজধানীসহ অনেক এলাকায়। বর্ষণে তেমন তেজ না থাকলেও রয়েছে হিমহিম ভাব।
শীতের আগমনী এই বৃষ্টিতে স্নান করেছে রাজধানীর রাস্তাঘাট। তবে সরকারি ছুটির দিন হওয়ায় যান চলাচলে জট পরিস্থিতি তৈরি হয়নি।
শনিবার আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। ভারতের উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, ১৫ নভেম্বরের মধ্যে খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের বেশকিছু স্থানে এবং চট্টগ্রাম বিভাগের মূলত উত্তর অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। আপাতত রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সেখানে দিনে রোদ আর রাতে হালকা শীত অব্যাহত থাকতে পারে। আগামী ১৬ নভেম্বর থেকে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আবহাওয়া ধীরে ধীরে পুনরায় স্বাভাবিক হয়ে আসতে পারে।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি ১৫ নভেম্বর নিম্নচাপে পরিণত হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। এটি আগামী ৩ থেকে ৫ দিনে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা খুব বেশি। এক্ষেত্রে এর নাম হবে জোয়াদ, নামটি দিয়েছে সৌদি আবর।
শনিবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
পিএসডি/এইচকে