তিন অতিরিক্ত সচিবের বদলি

তিন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করেছে সরকার। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরমধ্যে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দিলীপ কুমার সাহাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. বিল্লাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়াও জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব হাবিব মো. হালিমুজ্জামানকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
আরেক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব রতন কুমার ঘোষকে একই মন্ত্রণালয়ের যুগ্নসচিব পদে পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে।
এসএইচআর/এইচকে