অভিযানেও সিএনজিচালিত বাসে অতিরিক্ত ভাড়া আদায়!

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। সোমবার বর্ধিত বাস ভাড়া কার্যকর হওয়ার পর থেকেই অভিযান চলছে।
শনিবার দুই মহানগরে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বিআরটিএ জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৩৫টি সিএনজিচালিত বাস ও মিনিবাসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, ঢাকায় ভাড়া নৈরাজ্য রোধে অভিযান জোরদার করেছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। যেসব জায়গায় অভিযান জোরদার করা দরকার, সেসব জায়গায় আরও জোরদার করব।
বিআরটিএর এনফোর্সমেন্ট শাখা থেকে জানা গেছে, বিআরটিএর ১০ জন নির্বাহী হাকিম ঢাকা ও চট্টগ্রাম মহানগরে শনিবার বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অতিরিক্ত ভাড়া আদায় ছাড়াও অন্যান্য অভিযোগে ২১৭টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছ।
অভিযানে ১৮৭টি ডিজেলচালিত ছাড়াও ৩৫টি সিএনজি চালিত বাস-মিনিবাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৫৭ হাজার টাকা।
বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন। বিভিন্ন স্থানে অভিযানকালে বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দল অভিযানে উপস্থিত ছিল।
পিএসডি