বায়রার নির্বাচনে নতুন করে তফসিল ঘোষণার নির্দেশ

জনশক্তি রফতানি সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) নির্বাচনের ভোটার তালিকায় রিটকারী দুইজনের নাম অন্তর্ভুক্ত করে নতুন করে তফসিল ঘোষণার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৫ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল। অন্যদিকে রিটকারীর আইনজীবী ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।
ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, রিট পিটিশনার রুহুল আমিন স্বপন ও জয়নুল আবেদীন জাফরের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নতুন করে শিডিউল ও তফসিল ঘোষণা করতে বলেছেন।
আগামী ১১ ডিসেম্বর বায়রার নির্বাচনের তারিখ ধার্য করে তফসিল ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এ নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকায় যাদের নাম ছিল, কারণ দর্শানো ছাড়া চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। বায়রার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রুহুল আমিন স্বপন ও জয়নুল আবেদীন জাফর। তাদের আবেদনের শুনানি নিয়ে গত ৩১ অক্টোবর বায়রার নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন এবং রুল জারি করেন হাইকোর্ট।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন বায়রার সদস্য আবুল বাশারসহ দুইজন।
এমএইচডি/জেডএস