করোনা লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখবে জাপান

করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে জাপানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে এমন আশাবাদ দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোমেনকে লেখা বার্তায় মোতেগি জাপান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তায় করোনা আক্রান্ত মোমেনের প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী গভীর সমবেদনা জানান এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এনআই/জেডএস