দেশের ‘ব্ল্যাক বেঙ্গল’ ব্রুনাইয়ে রফতানির চিন্তা

বাংলাদেশ থেকে বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্রুনাইয়ে রফতানি করতে দেশটির কৃষি ও কৃষিখাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (১৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আব্দুর রউফ এক বৈঠকে এ আলোচনা করেন।
ব্রুনাইয়ের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্রুনাইয়ের কৃষি ও কৃষিখাদ্য বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে মঙ্গলবার অনলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় অনুষ্ঠিত বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। দলের নেতৃত্বে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আব্দুর রউফ।
অন্যদিকে, দশ সদস্যের ব্রুনাই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রুনাইয়ের কৃষি ও কৃষিখাদ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মসলিনা ইউলিয়াহ বিনতে আবদুল্লাহ।
মিটিংয়ের শুরুতেই ব্রুনাইয়ের পরিসংখ্যান ব্যবস্থাপনা বিভাগের প্রধান মিজ ফাতিহা বিনতি হাজি শামসুল বাহরিন একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রুনাইয়ের সম্ভাবনাময় কৃষি খাতের উন্নয়ন ও বর্তমান অবস্থা তুলে ধরেন।
বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক জনাব নিরুত্তম কুমার সরকার ‘স্মার্ট ফার্মিং এবং বাংলাদেশের কৃষি খাতে ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক একটি প্রেজেন্টেশন দেন।
এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান ‘স্মার্ট ফার্মিং প্যাডি ফিল্ডস : হাই ইয়েল্ডিং ভ্যারাইটিজ অ্যান্ড এফেক্টিভ ইরিগেশন সিস্টেমস’ শীর্ষক এবং কৃষি বিপণন অধিদফতরের পরিচালক কাজী আব্দুল কালাম ‘স্মার্ট প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং টেকনোলজি’র ওপর প্রেজেন্টেশন দেন।
দূতাবাস আরও জানায়, সবশেষে প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে নানা বিষয়ে আরও আলোচনা হয়। কৃষিক্ষেত্রে বাংলাদেশ ও ব্রুনাইয়ের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের জন্য বাংলাদেশ প্রতিনিধি দলকে ব্রুনাই সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবল ও সুদক্ষ নেতৃত্বে কৃষিসহ সম্ভাব্য অন্য সকল ক্ষেত্রে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তা প্রত্যক্ষ করতে বাংলাদেশ হাইকমিশনার ব্রুনাই প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এনআই/এইচকে