প্রেসে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু

রাজধানীর ডেমরার মাতুয়াইলে ‘পলি প্রেস’ নামের কারখানায় কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিল্টন (৩০) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) রাত পৌনে ১১টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মো. তুহিন ঢাকা পোস্টকে বলেন, আমরা সবাই পলি প্রেস নামে একটি বইয়ের কারখানায় কাজ করি। কাজ করার সময় মিল্টন হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে।
তিনি জানান, মিল্টন ডেমরার মাতুয়াইল নগর জিরো পয়েন্ট এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মিল্টন নামের একজন বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
এসএএ/এইচকে