ঢাকা উত্তরের ৫৪ ওয়ার্ডে টিকা পেলেন ১৯১৪২ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৯ হাজার ১৪২ জন। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডেই টিকা প্রদান কার্যক্রম আজ পরিচালিত হয়েছে। সবমিলিয়ে মঙ্গলবার ৫৪টি ওয়ার্ডের ৫৫ কেন্দ্রে ১৯ হাজার ১৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ৯ হাজার ৪৬৩ জন ও নারী ৯ হাজার ৬৭৯ জন।
উত্তর সিটি করপোরেশনের মঙ্গলবারের টিকা দেওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএনসিসির অঞ্চল-১ এ ১১৯ জন পুরুষ ও ৮০ জন নারী; অঞ্চল-২ এ ৯টি কেন্দ্রে এক হাজার ৯৯১ জন পুরুষ ও এক হাজার ৭৮২ জন নারী, অঞ্চল-৩ এর ১০টি কেন্দ্রে এক হাজার ৭৯১ জন পুরুষ ও এক হাজার ৮৮৪ জন নারী, অঞ্চল-৪ এর ৭টি কেন্দ্রে ৮৫৭ জন পুরুষ ও ৭৪৬ জন নারী, অঞ্চল-৫ এ নয়টি কেন্দ্রে এক হাজার ১৯৭ জন পুরুষ ও এক হাজার ১৬৪ জন নারী, অঞ্চল-৬ এর চারটি কেন্দ্রে ৭৪২ জন পুরুষ ও ৭৪৮ জন নারী, অঞ্চল-৭ এর ৪টি কেন্দ্রে ৭৯৭ জন পুরুষ ও ৯৮৩ জন নারী, অঞ্চল-৮ এর ৩টি কেন্দ্রে ৪৬৮ জন পুরুষ ও ৬২৬ জন নারী, অঞ্চল-৯ এর ৩টি কেন্দ্রে ৫৬৩ জন পুরুষ ও ৬৩৭ জন নারী এবং অঞ্চল-১০ এর ৪টি কেন্দ্রে ৯৩৮ জন পুরুষ ও এক হাজার ২৯ জন নারী টিকা পেয়েছেন।
এএসএস/ওএফ