টিকা নেওয়ার পর সুস্থ আছেন সাংবাদিক পলাশ

করোনাভাইরাস প্রতিরোধে দেশে আনুষ্ঠানিকভাবে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে বুধবার (২৭ জানুয়ারি)। প্রথম দিনেই টিকা নিয়েছেন চিকিৎসক, নার্স, সাংবাদিকসহ ২৬ জন সম্মুখসারীর করোনাযোদ্ধা। প্রথমবারের মতো করোনা টিকা নেওয়া এই ২৬ জন এখন ইতিহাসের সাক্ষী। তারা শুধু নিজেরাই টিকা নেননি, যারা টিকা নিয়ে বিভ্রান্তিতে ছিলেন তাদেরও মনোবল চাঙ্গা করেছেন।
প্রথম গণমাধ্যমকর্মী হিসেবে এমনই বিরল ইতিহাসের সাক্ষী হয়েছেন এনটিভি অনলাইনের অপরাধ বিষয়ক প্রতিবেদক মাসুদ রায়হান পলাশ। তিনি দেশের প্রথম গণমাধ্যমকর্মী হিসেবে করোনার টিকা নিয়েছেন।
বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে টিকা নেন সাংবাদিক মাসুদ রায়হান পলাশ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) টিকা নেওয়ার অভিজ্ঞতার বিষয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেন মাসুদ রায়হান পলাশ। তিনি বলেন, আমি টিকা নেওয়ার পর প্রায় ১৭-১৮ ঘণ্টা কেটে গেল। আমি সুস্থ আছি। আমার কোনো ধরনের শারীরিক সমস্যা এখন পর্যন্ত দেখা দেয়নি। টিকা নেওয়ার আগে যেমন সুস্থবোধ করেছিলাম এখন ১৭-১৮ ঘণ্টা পর একই অনুভব করছি। ভালো ঘুমও হয়েছে।
তিনি আরও বলেন, সব কিছু স্বাভাবিক আছে। স্বাভাবিকভাবে সব কাজ করছি। টিকা দেওয়ার পর আমি গতকালও অফিস করেছি। টিকা নেওয়ার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তিনি বলেন, টিকা যখন আমার শরীরের পুশ করা হচ্ছিল তখন সামান্য ব্যাথা হয়েছিল। যা সাধারণত অন্যসব ইনজেকশনের সময় হয়। কিন্তু কিছু সময় পরে সেটাও ঠিক হয়ে গেছে।
কেন প্রথম দিন টিকা নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনার টিকা নিয়ে নানা সমালোচনা বা নেতিবাচক মন্তব্য চারদিকে। এছাড়া প্রায়ই কুর্মিটোলা হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে যেতাম। তাদের আমি টিকা নেওয়ার আগ্রহের কথা বলেছিলাম। পরে তারা আমাকে ফোন দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া টিকা না নিলে তো বুঝা যাবে না এটি কেমন প্রক্রিয়া করছে আমাদের শরীরে। সেটি বুঝার জন্য টিকা নিলাম সব সংবাদকর্মীদের হয়ে।
এমএসি/ওএফ