সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা কাল

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে অনুষ্ঠিত হবে আগামীকাল (বৃহস্পতিবার)।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় এই অনুষ্ঠান শুরু হবে। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সকল কর্মকর্তা এবং দেশের সকল জেলা শাখা/ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাউন্সিলর উপস্থিত থাকবেন।
পিএসডি/ওএফ