চিকিৎসক-আনসার সদস্যরা বললেন ‘কোনো সমস্যা হচ্ছে না’

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দ্বিতীয় দিনের মত করোনার টিকা প্রয়োগ কার্যক্রম চলছে। গতকালের পর আজ (বৃহস্পতিবার) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ইতোমধ্যে হাসপাতালটির চিকিৎসক-নার্স, আনসার সদস্যসহ অনেকেই টিকা নিয়েছেন।
বৃহস্পতিবার হাসপাতালটিতে ১০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকা নেওয়া চিকিৎসক-নার্স, আনসার সদস্যরা জানিয়েছেন যে, তাদের কোনো রকমের সমস্যা হচ্ছে না।
এদিকে, হাসপাতালটির সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আহমেদ সামি আল হাসান আজ টিকা নিয়েছেন। এ বিষয়ে তিনি অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি ইতোমধ্যে টিকা নিয়েছি। আমার কোনো সমস্যা হচ্ছে না। এটা অন্য সব টিকার মতই একটি স্বাভাবিক প্রক্রিয়া। চিকিৎসক, নার্সসহ হাসপাতালের অনেক স্টাফরাও আজ টিকা নিচ্ছে। গতকাল যারা টিকা নিয়েছেন তারাও খুব ভালো আছেন। আমাদের ম্যাসেজ হচ্ছে ‘আপনারা সবাই টিকা নিন’।
কার্যক্রমের উদ্বোধনী দিন টিকা নিয়েছেন হাসপাতালটির আনছার সদস্য আব্দুল হেলিম। ফলোআপ করাতে তিনিও আজ এসেছিলেন। অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘আমি গতকাল টিকা নিয়েছি। এ পর্যন্ত আমি কোনো প্রকার অসুবিধা বা খারাপ লাগা অনুভব করিনি। সবাইকে বলতে চাই, টিকা নিয়ে আমার কোন সমস্যা হচ্ছে না। আপনারা সবাই নির্ভয়ে টিকা নিতে পারেন।’
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেন, গতকাল যারা টিকা নিয়েছেন, তারা ভালো আছেন। যেকোনো টিকা নিলে কারো কারো হাল্কা জ্বর, ব্যাথা অনুভূত হয়। কিন্তু জানা মতে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের এমন কোনো সমস্যাও হয়নি। আমাদের এখানে আজ সিনিয়র ডাক্তাররা টিকা নিচ্ছেন, যাতে করে অন্যরাও অনুপ্রাণিত হয়। এছাড়া অন্য স্টাফরাও আজ টিকা নিচ্ছেন।
জানা গেছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আজ ১০০ জনকে টিকা দেওয়া হবে। টিকা কার্যক্রমের প্রথম দিনে চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য, সংবাদকর্মীসহ মোট ২৬ জনকে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হয়।
এএসএস/এমএইচএস