প্রবাসীদের স্বার্থে মালদ্বীপে ব্যাংক খোলা নিয়ে আলোচনা

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে দেশটিতে একটি ব্যাংকের শাখা খোলা নিয়ে আলোচনা চলছে। সেই লক্ষে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মালদ্বীপের অর্থমন্ত্রী এবং মনিটারি অথোরিটির গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন।
মালদ্বীপের দূতাবাস জানায়, মালদ্বীপের আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা খোলা নিয়ে চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মালদ্বীপের অর্থমন্ত্রী ও মনিটারি অথোরিটির গভর্নরের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
দূতাবাস বলছে, মালদ্বীপে একটি বাংলাদেশি ব্যাংকের শাখা খোলা হলে প্রবাসী বাংলাদেশিরা সহজে, সাশ্রয়ে এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন বলে আশা করা যায়।
মালদ্বীপের অর্থমন্ত্রী ও মনিটারি অথোরিটির গভর্নরের সঙ্গে বৈঠকের পর ব্যাংকের কর্মকর্তারা হাইকমিশনার সঙ্গে বৈঠক করেন।
এনআই/এসএসএইচ