‘সাহসী হন, টিকা নিতে এগিয়ে আসুন’

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে গতকাল (বুধবার) দেশে আনুষ্ঠানিকভাবে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনের পর আজ থেকে রাজধানীর পাঁচটি হাসপাতালে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স, এমপি-মন্ত্রী, পুলিশ, আনসার, সংবাদকর্মীসহ অনেকেই টিকা নিচ্ছেন।
নারী-পুরুষসহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এখন পর্যন্ত ১২০ জন কোভিড-১৯ প্রতিরোধী টিকা নিয়েছেন।
ঢামেকে টিকা নেওয়াদের মধ্যে একজন হাসপাতালটির নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি। টিকা নেওয়ার কিছুক্ষণ পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আমি অত্যন্ত ভাগ্যবান’। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ঢামেক জরুরি বিভাগের বেজমেন্টে টিকা নেওয়ার পর তিনি কথা বলেন।
ডা. নুরুল ফাত্তাহ বলেন, ‘আজকে আমিই প্রথম টিকা নিয়েছি। আমি সম্পূর্ণ সুস্থ আছি। কোনো ধরনের ব্যাথা পাচ্ছি না, শ্বাসকষ্ট হচ্ছে না, জ্বর আসছে না।’
টিকার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, যারা টিকা নেয় তাদের জ্বর-কাশির মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে আমার এগুলোর কিছুই হয়নি। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও সাহসী হোন, টিকা নিতে এগিয়ে আসুন।’
টিকা নেওয়ার পরে ঢামেক মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ড. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী মারুফ বলেন, আমার খুবই স্বাভাবিক লাগছে। ছোটবেলায়ও আমরা অনেক টিকা নিয়েছি। এটির ডোজ আরও কম। টেরই পাইনি। অস্বাভাবিক কিছুই মনে হয়নি।
ঢামেক মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. ইসমেহান আশরাফ বলেন, নিজ ইচ্ছা থেকেই টিকা নিয়েছি। এখনো স্বাভাবিক আছি। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি, সম্পূর্ণ সুস্থ আছি।
ঢামেকে টিকা প্রয়োগ কার্যক্রম
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শুরু হয় টিকাদান কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন ঢামেক পরিচালক ব্রি. জে. নাজমুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে যখন টিকার ট্রায়াল শুরু হয়, তখন থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা টিকা ক্রয়ের প্রক্রিয়া শুরু করি। টিকা আসার পর ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরু করা হয়। টিকা নেওয়া প্রথম পাঁচজনের মধ্যে আমিও ছিলাম। আমার টিকা নিয়ে তেমন অস্বাভাবিক কিছু মনে হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ আছি। রাতেও কোনো সমস্যা হয়নি।
ঢামেক সূত্র জানায়, এদিন ঢামেকের করোনা টিকাদান কেন্দ্রে ১৪০ জন স্বাস্থ্যকর্মী করোনার টিকা নেবেন। তাদের মধ্যে ২০ জন চিকিৎসক, ২০ জন নার্স ও ১০০ জন হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও স্টাফ।
এআর/এমএইচএস