চট্টগ্রাম পর্যটন মেলার টাইটেল স্পন্সর ট্রিপলাভার

দি বাংলাদেশ মনিটর আয়োজিত চট্টগ্রাম আর্ন্তজাতিক পর্যটন মেলা ‘চিটাগং ট্রাভেল মার্ট-২০২২’ এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে অনলাইন ট্রাভেল এজেন্সি ‘ট্রিপলাভার’।
সম্প্রতি ঢাকায় বাংলাদেশ মনিটরের প্রধান কার্যলয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এবিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন দি বাংলাদেশ মনিটরের নির্বাহী সম্পাদক ড. ফরহাদ কামাল এবং ট্রিপলাভার লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নিশা তাসনিম শেখ।
শনিবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত দুই বছর বিশ্বব্যাপী কোভিড-১৯ এর তাণ্ডবে বিধ্বস্ত দেশের পর্যটন শিল্পকে উজ্জীবিত করার লক্ষ্যে ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর দ্বাদশবারের মতো বন্দর নগরী চট্টগ্রামে আগামী বছরের ৬ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী এ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। পর্যটন মেলাটি চট্টগ্রামের দি পেনিনসুলা চিটাগং হোটেলে অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের বিভিন্ন এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, মোটেল, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মোট ৩০টি স্টল ও প্যাভিলিয়ন মেলায় অংশগ্রহণ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মো. কামরুল ইসলামসহ বাংলাদেশ মনিটর ও ট্রিপলাভারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজনে বিষয়ে বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘কোভিড-১৯ মহামারিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম হলো ভ্রমণ ও পর্যটন। অতিমারি পরিস্থিতির উন্নতির সঙ্গে ভ্রমণ ও পর্যটন চাহিদায় ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। নিউ নরমাল পরিস্থিতিতে পর্যটন পণ্য ও সেবায় নতুনত্বও এসেছে। ভ্রমণ ও পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে চিটাগং ট্রাভেল মার্ট-২০২২।’
মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এআর/জেডএস