বিলসের অ্যাপ উদ্বোধন

তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। ব্যবহারকারীদের সুবিধার্থে মোবাইল অ্যাপ তৈরি করেছে তারা।
এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিলস পরিচালিত বিভিন্ন কার্যক্রম, কোর্স সম্পর্কিত তথ্য, জরিপে অংশগ্রহণ, তথ্য আদান-প্রদান, প্রকাশনা ও নোটিশসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
রোববার (২৮ নভেম্বর) বিলস সেমিনার হলে অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ।
আয়োজকরা জানান, গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে রেজিষ্ট্রেশন করে যে কেউ এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। আর এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিলস পরিচালিত বিভিন্ন কার্যক্রম, কোর্স সম্পর্কিত তথ্য, জরিপে অংশগ্রহণ, তথ্য আদান-প্রদান, প্রকাশনা ও নোটিশসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিলস মহাসচিব ও নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপদেষ্টা পরিষদ সদস্য কামরূল আহসান, নির্বাহী পরিষদ সদস্য কুতুব উদ্দিন আহমেদ, সাকিল আখতার চৌধুরী প্রমুখ।
এএসএস/এনএফ