মান্ডায় অবৈধ ৫ তলা ভবন উচ্ছেদে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭২ নম্বর ওয়ার্ডের মান্ডা এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে নির্মিত একটি ৫ তলা ভবন উচ্ছেদের কার্যক্রম শুরু করেছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।
মান্ডার কলেজ রোডের ছাতা মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে নির্মিত এই ভবনের উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।
সোমবার (২৯ নভেম্বর) সকাল থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
ভবনের প্রতিটি ফ্লোর প্রায় ৬৫০ বর্গফুট আয়তন বিশিষ্ট। জনৈক হৃদয় মিয়া ওরফে সোলাইমান নামে এক ব্যক্তি রাস্তার ওপর সর্বমোট ৩ হাজার ২০০ বর্গফুট আয়তনের ৫ তলা এই ভবন অবৈধভাবে নির্মাণ করেন।
অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, সড়কের প্রায় সাড়ে ৬শ বর্গফুট জায়গা দখল করে অবৈধভাবে ৫ তলা ভবনটি গড়ে তোলা হয়েছে। তাই এটি উচ্ছেদে আজ থেকে আমরা কার্যক্রম শুরু করেছি।
তিনি বলেন, ইতোমধ্যে ভবনটির উল্লেখযোগ্য অংশ উচ্ছেদ করা হয়েছে। এখন যতটুকু জায়গা উদ্ধার করা হয়েছে তা সিটি করপোরেশনের দখলে এনে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল থেকে উচ্ছেদের বাকি কার্যক্রম শুরু হবে।
অভিযানকালে ডিএসসিসির ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম শামীম এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা খাঁন উপস্থিত ছিলেন।
এএসএস/এমএইচএস/জেএস