বাংলাদেশ-ইরান আরও সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে

শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইরান আরও সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
সোমবার (২৯ নভেম্বর) ঢাকায় নিযুক্ত ইরানের বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শাহরিয়ার আলম রাষ্ট্রদূতকে ঢাকায় তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান। প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে তার মেয়াদে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি কোভিড-১৯ ব্যবস্থাপনাসহ ইরানের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মহামারি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানান। চলতি বছরের আগস্টে ইরানের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের কথা স্মরণ করেন প্রতিমন্ত্রী।
বিদায়ী রাষ্ট্রদূত অর্থনৈতিক মুক্তির জন্য উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ইরান সরকারের আগ্রহের কথা জানান।
রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার উন্নয়নে তার নেওয়া উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। তিনি ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনে সমর্থন ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনআই/জেডএস