মহামারি মোকাবিলায় ডব্লিউএইচওকে শক্তিশালীকরণে জোর বাংলাদেশের

কোভিড-১৯ মহামারির মতো সংকট মোকাবিলা করার জন্য বিশ্ব স্বাস্থ্য কাঠামো, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার চলমান বিশেষ অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এ আহ্বান জানান।
জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, কোভিড-১৯ এর মতো সংকট মোকাবিলায় বর্তমান মহামারির অভিজ্ঞতার আলোকে বিশ্বের করণীয় সম্বলিত একটি সম্ভাব্য কনভেনশন বা দলিল প্রস্তুত করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে তিন দিনব্যাপী এই বিশেষ অধিবেশনটি হচ্ছে।
প্রস্তাবিত দলিলে মেধাস্বত্ব রহিতকরণ, উন্নয়নশীল বিশ্বের সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক সহায়তা প্রদানের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত জোর দাবি জানান।
আগামী বছরের শুরুতে দলিলটি প্রস্তুতকরণের প্রক্রিয়া ও দেনদরবার শুরু করার কথা রয়েছে। সেই বিষয়ে একটি দিকনির্দেশনা চলমান বিশেষ অধিবেশনে প্রস্তুতের কথা রয়েছে।
এনআই/এইচকে