দুদকের নতুন চেয়ারম্যান খুঁজতে সার্চ কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও একজন কমিশনার খুঁজতে সার্চ কমিটি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া।
পাঁচ সদস্যের বাছাই কমিটির মধ্যে কমপক্ষে চার সদস্যের উপস্থিতিতে কমিটির কোরাম গঠিত হবে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে। কমিটির কার্যপ্রণালী সম্বন্ধে বলা হয়েছে, কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে চারজনের নাম সুপারিশ করবেন। তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান ও একজন কমিশনার হিসেবে নিয়োগ পাবেন।
জানা গেছে, দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনারের এএফএম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ আগামী মার্চে শেষ হচ্ছে। চেয়ারম্যান হিসেবে ইকবাল মাহমুদ আবার নিয়োগ পাবেন নাকি নতুন কেউ আসছেন তা জানতে সার্চ কমিটির সুপারিশ ও রাষ্ট্রপতির সিন্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠাগুলোর প্রধান ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের সার্চ কমিটি গঠন করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটির কাজ হলো রাষ্ট্রপতিকে নিয়োগের ক্ষেত্রে সহায়তা করা। কমিটি সাংবিধানি এসব পদের জন্য যোগ্য ব্যক্তিদের একটি তালিকা করে রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। রাষ্ট্রপতি তা থেকে নিয়োগ দেবেন।
এনএম/এইচকে