নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জন ব্লিনকেনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মোমেন আগামী মার্চে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে বাংলাদেশ সফরের জন্য ব্লিনকেনকে আমন্ত্রণ জানান।
শুভেচ্ছা বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, অ্যান্টনি ব্লিনকেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সফর করলে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর অন্যতম আত্মস্বীকৃত খুনি যুক্তরাষ্ট্রে অবস্থানকারী রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সদ্য বিদায়ী ট্রাম্প প্রেসিডেন্টের আমলের শেষের দিকে রাশেদ চৌধুরীকে দেশে ফেরানো নিয়ে আশার আলো দেখা দেয়। রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর্যালোচনার উদ্যোগ নেয় দেশটির বিচার বিভাগ।
চিঠিতে মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তার দেশের সঙ্গে শান্তি, উন্নয়ন এবং নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান। তিনি বলেন, ওয়াশিংটন ঢাকার সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিশেষ বিনিয়োগ করবে। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু পরিবর্তনে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান মোমেন।
পাশাপাশি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য যুক্তরাষ্ট্র সরকারের শক্ত রাজনৈতিক সমর্থন চান তিনি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাইডেন সরকারের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ফোন করেন। প্রায় আধাঘণ্টার আলোচনায় কেরি-মোমেন জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কিভাবে একযোগে কাজ করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এনআই/এমএইচএস