চতুর্থ ধাপের পৌর নির্বাচনে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

সারাদেশে মোট পাঁচটি ধাপে হচ্ছে পৌরসভা নির্বাচন। চতুর্থ ধাপের নির্বাচনে মোট ৫৬টি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এ বিষয়ে ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের নির্বাচনকে কেন্দ্র করে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন দিবাগত রাত ১২টা পর্যন্ত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ সময় লঞ্চ, ইঞ্জিন চালিত সব ধরনের নৌযান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং স্পীড বোট চলাচল বন্ধ থাকবে।
ইসির আদেশে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য। সে সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজ নিয়োজিত সাংবাদিকদের, (ইসির পরিচয়পত্র থাকতে হবে) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
এ আদেশে আরও জানানো হয়, শুধু জরুরি কাজ যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়া প্রধান প্রধান নৌ পথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে সকল নৌযান চলাচলের ক্ষেত্রে ও দূরপাল্লার নৌযান চলাচলে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এসআর/এমএইচএস