কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
০৪ ডিসেম্বর ২০২১, ১১:০১ এএম

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় কামরাঙ্গা পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে শফিউল্লাহ পাটোয়ারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬ এ ঘটনা ঘটে।
নিহতের চাচাত ভাই মিজান বলেন, সকালে শফিউল্লাহ নিজের এক তলা বাসার ছাদে যান। সেখানে গাছ থেকে কামরাঙ্গা পাড়তে গিয়ে ডাল ভেঙে তিনি নিচে পড়ে গুরুতর আহত হোন। আহত অবস্থায় প্রথম তাকে প্রথমে মিডফোর্ড নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান, আমার ভাই আর নাই।
তিনি আরও বলেন, শফিউল্লাহ কামরাঙ্গীরচর নার্সারি গলিতে থাকতেন। তার বাবা মৃত ইমাম আলী পাটোয়ারী।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।
এসএএ/এমএইচএস