কাঁচামালের গাড়িতে সাড়ে ১৮ লাখ টাকার ফেনসিডিল, আটক ৩

রাজধানীর ধানমন্ডিতে কাঁচামালের গাড়িতে বহন করে আনা এক হাজার ২৪৪ বোতল ফেনসিডিলসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়। র্যাব বলছে, ফেনসিডিলগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৬৬ হাজার টাকা।
আটকরা হলেন- মো. অহিদুর রহমান (২৬), মো. মীর হোসেন (২০) এবং মো. ইজাজ আহামেদ (৩৬)। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে একটি কাঁচামালের পিকআপ গাড়িতে করে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে রাজধানীর ধানমন্ডি হয়ে মোহাম্মদপুর থানা এলাকায় হাস্তান্তরের জন্য আসছেন মাদক ব্যবসায়ীরা।
এ সংবাদের ভিত্তিতে র্যাবের-২ বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর সাতমসজিদ রোডে চেক পোস্ট বসায়। এরপর বেলা ১২টা ৫ মিনিটের দিকে কাঁচামাল বোঝায় করা ওই পিকআপ চেক পোস্টে পৌঁছালে গাড়িটি সন্দেহ হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। তারা র্যাবের উপস্থিত টের পেয়ে গাড়ি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আবদুল্লাহ আল মামুন বলেন, ফেনসিডিলের চালানের বিষয়ে আটকদের জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করেন। তাদের দেয়া তথ্যমতে, গাড়িতে থাকা বিভিন্ন কাঁচামালের ভেতরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা এক হাজার ২৪৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৬৬ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল সীমান্তবর্তী এলাকা থেকে ছোট ট্রাকের মাধ্যমে বিভিন্ন কাঁচামাল পরিবহনের আড়ালে বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন।
আটকদেরকে জিজ্ঞাসাবাদে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এমএসি/এফআর