ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার

চট্টগ্রামের হালিশহর থানার টোল রোডে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। গ্রেফতার তিনজন হলেন, মো. রুবেল (৩৪), মো. আনোয়ার হোসেন (২৮) ও মো. ওসমান গণি প্র. সুমন (২৮)।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, হালিশহর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টোল রোডে ব্রিজের নিচে একদল ডাকাত মহাসড়কে চলাচল করা স্ক্যাপবাহী গাড়ি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় অস্পষ্ট নম্বরযুক্ত দুটি মোটরসাইকেলে বসা ৬ জন পালিয়ে যান। তাদের গ্রেফতার চেষ্টা চলছে। ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে। এ ঘটনায় হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেএম/আরএইচ