আইনজীবীদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের স্বত্ব দখলীয় জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ ও জজ আদালতের কর্মচারী কর্তৃক আইনজীবীদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ঢাকায় মানববন্ধন করেছে রাজবাড়ীর সাধারণ আইনজীবী পরিষদ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের স্বত্ব দখলীয় জমিতে বেআইনিভাবে মার্কেট নির্মাণ ও যুগ্ম জেলা জজ প্রথম আদালতে জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনগত প্রতিকারের জন্য দাখিল করা দেওয়ানি মোকদ্দমা গ্রহণে দীর্ঘসূত্রিতা লেগে যায়। এর প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে জেলা জজশীপের কর্মচারীরা বিনা উসকানিতে হামলা চালিয়ে বেশ কয়েকজন আইনজীবীকে আহত করে। এ ঘটনার বিচারের দাবিতে ক্ষুব্ধ আইনজীবীরা রাজবাড়ীর জেলা জজ এবং যুগ্ম জেলা জজ প্রথম আদালত বর্জনের কর্মসূচি গ্রহণ করে।
তারা আরও বলেন, রাজবাড়ীর আইনজীবীদের এ কর্মসূচি চলমান থাকলেও রাজবাড়ীর জেলা জজ কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ওই বাণিজ্যিক মার্কেটের নির্মাণ কাজ এবং প্রতিটি কক্ষ তিন থেকে চার লাখ টাকা আগাম জামানত নিয়ে বরাদ্দ দেওয়া শুরু করে। এরই প্রেক্ষিতে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষে সাবেক সম্পাদক অ্যাডভোকেট এ টি এম মোস্তফা হাইকোর্টে জেলা জজের এখতিয়ার চ্যালেঞ্জ করে একটি রিট করেন। হাইকোর্টের মৌখিক নির্দেশনার প্রেক্ষিতে ওই নির্মাণ কাজ আজ পর্যন্ত বন্ধ রয়েছে। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে বাণিজ্যিক মার্কেট নির্মাণ এবং সংঘটিত হামলার ঘটনার সম্মানজনক ও আইনানুগ নিষ্পত্তির বিষয়ে রাজবাড়ীর আইনজীবীরা বারবার আবেদন-নিবেদন করলেও জেলা জজশীপের কিছু কর্মকর্তার একগুঁয়েমি আচরণের কারণে সামগ্রিক অবস্থার উন্নয়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বক্তারা বলেন, রাজবাড়ীর কোনো কোনো আইনজীবী সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে নানাভাবে হয়রানি, বিড়ম্বনা ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। এতে বিচারপ্রার্থীরাও হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন, যা কোনোক্রমেই অভিপ্রেত নয়। এছাড়া সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজবাড়ী জেলা জজ আদালতে পছন্দমাফিক কিছু কর্মচারী নিয়োগ করা হয়েছে। আমাদের দাবি, বিচার প্রার্থী জনসাধারণের আইনি সেবা নিশ্চিত করতে রাজবাড়ীর বিচারালয়গুলোতে আইনজীবীদের দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ সৃষ্টির বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
মানববন্ধনে রাজবাড়ী সাধারণ আইনজীবী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এএসএস/এসএসএইচ