সিএনজিতে প্রাইভেটকারের ধাক্কা, আহত ৩

রাজধানীর বনানীতে ফাঁকা সড়কে দ্রুতগতিতে চলা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন।
তিনি বলেন, শুক্রবার ছুটির দিন থাকায় সড়ক ফাঁকা ছিল। রাত সাড়ে ১২টার দিকে বনানী-কাকলি পার হয়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকারটিও ক্ষতিগ্রস্ত হয়। সিএনজিচালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সড়ক থেকে দুটি গাড়ি সরানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ মুহূর্তে আর কোনো তথ্য নেই।
এমএসি/আরএইচ