ঢাকাবাসীকে আরও কয়েকদিন অপেক্ষায় রাখবে শীত

আগামীকাল সোমবার (১৩ ডিসেম্বর) থেকে দেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে রাজধানীর তাপমাত্রা কমতে আরও কয়েকদিন সময় লাগবে। ২০ ডিসেম্বর থেকে কমতে পারে রাজধানীর তাপমাত্রা।
আজ (রোববার) ঢাকা পোস্টকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, বর্তমানে আবহাওয়া ভালো আছে। বৃষ্টি নেই, শীত পড়ছে। শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। বর্তমানে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি আছে। এর নিচে নামলেই শৈত্যপ্রবাহ বলা হয়। বর্তমানে তেঁতুলিয়ায় তাপমাত্রা কম বা ১০ ডিগ্রির কাছাকাছি।
ঢাকায় তাপমাত্রার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় আপতত তাপমাত্রা কমবে না। ঢাকায় তাপমাত্রা কমলেও ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা আপতত কম। ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এলেও সেটা ২০ ডিসেম্বরের পরে আসবে। এই মাসের মাঝামাঝিতে দেশে শৈত্যপ্রবাহ বইতে পারে। আপতত বৃষ্টির সম্ভাবনাও নেই।
তিনি আরও বলেন, বরাবরই শৈত্যপ্রবাহে বেশি প্রভাব পড়ে উত্তরবঙ্গে ও উত্তর-পশ্চিমাঞ্চলে। উত্তরে রংপুর বিভাগে কয়েকটি জেলা, রাজশাহী বিভাগে কয়েকটি জেলা এবং ময়মনসিংহের কিছু অংশ শৈত্যপ্রবাহের কবলে পড়বে। এছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়াতে শৈত্যপ্রবাহের প্রভাবের আওতায় থাকবে।
এসআর/এনএফ