বিডা’র অনলাইন ওএসএস পোর্টালে মিলবে আরও ৫ সেবা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে আরও পাঁচটি সেবা যুক্ত করা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) বিডার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সেবাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন যুক্ত হওয়া সেবাগুলোর মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ১টি (তৃতীয় এডহক আইআরসির সুপারিশ দেওয়া), জাতীয় রাজস্ব বোর্ডের ১টি (বিদেশি নাগরিকদের আয়কর সনদ দেওয়া), আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের ১টি (রফতানি নিবন্ধন সনদ দেওয়া), চট্টগ্রাম সিটি করপোরেশনেরন ১টি (ট্রেড লাইসেন্স দেওয়া) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ১টি (কান্ট্রি অব অরিজিন দেওয়া) সেবা পাওয়া যাবে।
বিডা চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে দ্রুতই দেশের উন্নয়ন হচ্ছে। তাই দেশের উন্নয়নের লক্ষ্যে দ্রুত সেবা নিতে পাবলিক ও প্রাইভেট সেক্টর উভয়েরই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সহজে স্বল্প খরচে দ্রুত বিনিয়োগ সেবা নেওয়ার জন্য এক প্লাটফর্ম ব্যবহার করতে হবে।
তিনি বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা। আমরা ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠানের ৫১ সেবা দিয়ে আসছিলাম, আজ আরও ৫টি সেবা যুক্ত হওয়ায় এখন থেকে বিডা ওএসএস সার্ভিস পোর্টালে ১৮টি সংস্থার ৫৬টি বিনিয়োগ সেবা পাওয়া যাবে। আমরা প্রতিদিন গড়ে ওএসএস এর মাধ্যমে ১০০ এর বেশি বিনিয়োগকারীদের সেবা দিয়ে আসছি, যা দিন দিন দ্রুতগতিতে বাড়ছে।
অনুষ্ঠানে বিডার সহকারী পরিচালক আবু জার গিফারী তমালের সঞ্চালনায়, বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। এসময় বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বিডা ওএসএস হালনাগাদ চিত্র তুলে ধরেন।
এসআর/জেডএস