পানির মান যাচাইয়ে প্রযুক্তি সরঞ্জাম পেল ঢাকা ওয়াসা

পানির গুণগতমান যাচাইয়ে সরঞ্জাম ও প্রযুক্তি পেয়েছে ঢাকা ওয়াসা। চীনা প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশান করপোরেশন অব চায়না এসব সরঞ্জাম ও প্রযুক্তি ঢাকা ওয়াসাকে দিয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসা ভবনে ওয়াসা কর্তৃপক্ষ এবং চীনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এসব সরঞ্জাম হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
ঢাকা ওয়াসা জানিয়েছে, এসব সরঞ্জাম ও প্রযুক্তির মাধ্যমে ওয়াসার সরবরাহ করা নিরাপদ পানিসহ বর্জ্য পানির মোট নাইট্রোজেন, ফসফরাস ও অ্যামোনিয়া নাইট্রোজেনের পরিমাণ যাচাই করা সহজ হবে।
অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান বলেন, এসব প্রযুক্তি হ্যান্ডি এবং পোর্টেবল। প্রায় পাঁচ সেট সরঞ্জাম দেওয়া হয়েছে। এর মাধ্যমে যেকোনো স্থানে গিয়ে পানির উপাদান পরিমাপ করা সম্ভব হবে। আমাদের গুণগতমানের ল্যাব ও কোয়ালিটি কন্ট্রোল মেকানিজম আছে। সেখানে অনলাইনে গুণগতমান পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এই উপহারের মাধ্যমে আমাদের ল্যাব আরও সমৃদ্ধ হলো। ডিজিটাল ওয়াসার অগ্রযাত্রায় তাদের এ উপহারের জন্য ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ওয়াসার প্রকৌশলী মুহসিন আলী মিঞাসহ ঢাকা ওয়াসা ও পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এএসএস/জেডএস