কোভিড নেগেটিভ সনদ নিয়ে প্রবেশ: সিদ্ধান্ত কার্যকর

করোনাভাইরাসের নেগেটিভ সনদ ছাড়া কোনো এয়ারলাইন্সের যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে না পারার সিদ্ধান্ত এরইমধ্যে কার্যকর করা শুরু হয়েছে।
দেশে মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সম্প্রতি এ সিদ্ধান্ত নেয়। যা শুক্রবার (০৪ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে কার্যকর করা শুরু হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, ‘বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (০৪ ডিসেম্বর) রাত ১২টার পর থেকেই দেশে আসা প্রতিটি ফ্লাইটের যাত্রীদের সার্টিফিকেট দেখে দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।’
সম্প্রতি বেবিচক সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবির এ বিষয়ে একটি সার্কুলার জারি করেন।
এতে বলা হয়েছে, ৫ ডিসেম্বর থেকে যুক্তরাজ্য, সৌদি আরব, বাহরাইন, চীন, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, শ্রীলংকা, সিঙ্গাপুর, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সনদ বাধ্যতামূলকভাবে আনতে হবে। একইসঙ্গে নেগেটিভ সনদ নিয়ে বাংলাদেশে এলেও প্রত্যেক যাত্রীর হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।
বিমানবন্দরে যাত্রী ও পাইলটদের বেবিচকের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে বেবিচক।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ হাজার ৭৪৮ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জনের।এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন।
এআর/জেডএস