ব্রুনাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ব্রুনাই দারুসসালামে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ গাম্ভীর্যের সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ব্রুনাইয়ের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন। উপস্থিত সকলকে দিবসটির তাৎপর্য বোঝাতে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
হাইকমিশনার সুমনা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং একে স্বাধীনতার ইতিহাসে বর্বরতা ও অমানবিকতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যা জাতির জন্য একটি ভয়ানক আঘাত।

হাইকমিশনার বলেন, আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যিনি সর্বদা বাংলাদেশের জনগণের স্বার্থ ও মঙ্গলকে সব কিছুর ঊর্ধ্বে রেখেছেন এবং নিরলসভাবে ‘সোনার বাংলা’ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের শেষে কূটনীতিক, বাংলাদেশ এবং ব্রুনাই কমিউনিটির সদস্যরা মোমবাতি প্রজ্বলন করেন।
এনআই/এইচকে