তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর লিচুবাগান এলাকায় তেলাপোকা মারার ওষুধ খেয়ে তাফসিকা আক্তার তিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স মাত্র দুই বছর।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, আমি একজন রিকশাচালক। বিকেলে আমার মেয়ে তিয়া খেলার ছলে ঘরে থাকা তেলাপোকা মারার ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। প্রথম তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ডাক্তার জানায় আমার মেয়ে আর নাই।
তিনি জানান যাত্রাবাড়ীর লিচুবাগান এলাকার ধলপুর তারা ভাড়া থাকেন। বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নুনেরটেক এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।
এসএএ/এইচকে