শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ, সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫

দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শৈত্যপ্রবাহের তীব্রতা। সঙ্গে রয়েছে শীতের দাপট। সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ এলাকাতেও তাপমাত্রা কমতির দিকে রয়েছে। রোববারও (৩১ জানুয়ারি) এমন চিত্র থাকবে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান রোববার ঢাকা পোস্টকে বলেন, সারাদেশের তাপমাত্রা অনেকটা কমে গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে। আজও সে ধারা অব্যাহত থাকবে। দেশের অধিকাংশ এলাকায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১২ থেকে থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল।
সাধারণত ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা আসলে বলা হয় মৃদু। ৮ ডিগ্রির নিচে আসলে বলা হয় মাঝারি। আর ৬ এর নিচে বলা হয় তীব্র। সে হিসেবে কুড়িগ্রামের রাজারহাটে এখন তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম অঞ্চলেও শীতের তীব্রতা বেড়েছে।
তিনি জানান, রোববার ও সোমবার তাপমাত্রা কমতির দিকে থাকলেও সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে। এরপর আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। আবহাওয়া স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের কুড়িগ্রাম ও শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
সারাদেশে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। তবে পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। আর বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৭ শতাংশ।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
একে/ওএফ