ভাসানচর পৌঁছেছে ১৬০০ রোহিঙ্গা: পররাষ্ট্র মন্ত্রণালয়

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ হাজার ৬০০ রোহিঙ্গার প্রথম দলটি নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় বলছে, ভাসানচরে পাঠানো এসব রোহিঙ্গারা স্বেচ্ছায় যেতে রাজি হওয়ায় সরকার তাদের সেখানে স্থানান্তর করেছে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয় সাতটি জাহাজ। সকাল সোয়া ১০টার পর চট্টগ্রামের বোট ক্লাব, আরআরবি ও কোস্টগার্ডের জেটি থেকে জাহাজগুলো ছেড়ে যায় বলে জানা যায়।
কক্সবাজারের শরণার্থী শিবির ও তার বাইরে অবস্থান করা প্রায় ১১ লাখ রোহিঙ্গা থেকে এক লাখের মতো রোহিঙ্গাকে দুই বছর আগে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে তাদের জন্য সেখানে ব্যবস্থা করা সব ধরনের সুবিধার কথা তুলে ধরে।
বিশেষ করে ভাসানচরে রেহিঙ্গারাদের বাসস্থান, বন্যা-ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যেন পড়তে না হয়, সেসব ব্যবস্থার কথা উল্লেখ করা হয়।
শুধু তাই নয়, সেখানে থাকার জন্য এনজিওদের জন্য কি ধরনের সুবিধা রাখা হয়েছে, সেগুলোও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এনআই/জেডএস