মিরপুরে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর মিরপুরে পরিস্থান পরিবহনের বাসের ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় মিরপুর সেকশন-১২-এর আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিকশাচালকের নাম সামাদ শেখ (৩৮)। স্থানীয়রা জানান, ঘটনার সময় তিনি রিকশা চালিয়ে যাচ্ছিলেন। তার রিকশায় কোনো যাত্রী ছিল না।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মিরপুরের আধুনিক হাসপাতালের সামনে রিকশাটিকে ধাক্কা দেয় পরিস্থানের বাসটি। এতে ঘটনাস্থলেই সামাদের মৃত্যু হয়। রিকশাটিও দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে পরিস্থান পরিবহনের বাসটি জব্দ হয়। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক চালক।
ওসি আরও বলেন, মৃতদেহটি বর্তমানে পুলিশ হেফাজতে মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় মামলা হবে।
উল্লেখ্য, পরিস্থান বাসটি বসিলা থেকে মিরপুর-১ হয়ে আব্দুল্লাহপুরে যায়।
এআর/ওএফ