ফৌজদারহাটে ফার্নিচারের দোকানে আগুন

চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাবাজারে একটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, রাত ৮টার দিকে ফৌজদারহাট ফার্নিচার দোকানে আগুন লাগার খবর আসে নিয়ন্ত্রণ কক্ষে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কেএম/এসকেডি