তেল চুরির অভিযোগে চসিকের ২ কর্মচারী চাকরিচ্যুত

অবৈধভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জ্বালানি তেল চুরির অভিযোগে দুই কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত দুজন হলেন পুল সহকারী রতন ঘোষ ও সাগরিকা ফিলিং স্টেশনের মোটর মেকানিক কাঞ্চন বসাক।
বুধবার ( ২২ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চসিক সূত্রে জানা গেছে, দুজনই অস্থায়ী কর্মচারী হিসেবে সিটি করপোরেশনে কর্মরত ছিলেন। রতন সিটি করপোরেশনের সাগরিকা ফিলিং স্টেশনের পুল সহকারীর দায়িত্ব পালন করছিলেন। কাঞ্চন বসাক সাগরিকা ফিলিং স্টেশনের মোটর মেকানিক।
খালেদ মাহমুদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহসহ বিভিন্ন অপরাধে তাকে সিটি করপোরেশনের অস্থায়ী চাকরি থেকে পত্র জারির তারিখ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি রয়েছে।
কেএম/এইচকে