১ ফেব্রুয়ারি ‘বিশ্ব শব্দ করে পড়া দিবস’

আগামীকাল ১ ফেব্রুয়ারি ‘বিশ্ব শব্দ করে পড়া দিবস’। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে ‘রিড অ্যালাউড বাংলাদেশ’ নামক একটি সংগঠন।
রোববার (৩১ জানুয়ারি) রিড অ্যালাউড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা এইচ এম ফারুক আহমেদ জানান, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্যবিধি মেনে ১ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি জানান, দিবসটি উপলক্ষে র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে শব্দ করে পড়ার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দেশবরেণ্য শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন।
‘শব্দ করে পড়ি, নিজেকে আবিষ্কার করি’ স্লোগানে শব্দ করে পড়ার বিষয়ে নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রিড অ্যালাউড বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় এবারও আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হবে।
এএসএস/এফআর